দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস

Looks like you've blocked notifications!
দিনাজপুরে প্রচণ্ড শীতে মানুষ কাবু। ছবি : এনটিভি

দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমাও ছোট হয়ে এসেছে। একটু দূরেও কী আছে তা দেখা যায় না। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ প্রচণ্ড শীতে ও গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার দিকে দিনাজপুর আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। এটি জেলায় এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পুরো দিনাজপুর জেলা কুয়াশার চাদরে ঢাকা। টানা কয়েকদিনের প্রচণ্ড শীতে অনেক গরিব মানুষ কাজ না পেয়ে পরিবার নিয়ে কষ্ট দিন কাটাচ্ছেন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

অব্যাহত ঘন কুয়াশার কারণে আলু ও বোরো বীজতলা লেট ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে। কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। শিশু ও বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে।  

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দিনাজপুরে শৈত্যপ্রবাহ চলছে। এ মাসে শীত কমার কোনো সুখবর নেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।’