জীবনমানের উন্নয়ন করতে না পারলে মন্ত্রী হিসেবে আমার কোনো মূল্য নেই : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ আজ শুক্রবার শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানে শীতার্ত চা-শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : কৃষি মন্ত্রণালয়

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, আমি সব সময় কৃষকের সঙ্গে থাকব। সরকার সকল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘মানুষের জীবনমানের উন্নয়ন না করতে পারলে মন্ত্রী হিসেবে আমার কোনো মূল্য নেই।’ 

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানে অসহায় ও শীতার্ত চা-শ্রমিকের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

চা-শ্রমিকের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের জীবনমানের আরও উন্নয়ন না করতে পারলে, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না করতে পারলে মন্ত্রী হিসেবে আমার কোনো মূল্য নেই। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক, কৃষকের সেবক। কৃষি বিভাগের কর্মকর্তাদের ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি, কোন কৃষক যাতে কষ্ট না পায়, সরকারি সেবা থেকে বঞ্চিত না হয়।

মন্ত্রী বলেন, কৃষিমন্ত্রী হিসাবে আমি সবসময় কৃষকের সঙ্গে থাকব। লক্ষ্য একটাই—কোনো জমি খালি রাখা যাবে না। জমি খালি রাখলে, ফসল না ফলালে মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে না।