নাটোরে চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্যে দেশি অস্ত্র নিয়ে মহড়া

Looks like you've blocked notifications!
নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড  এলাকায় শুক্রবার দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা। ছবি : এনটিভি

নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিকশার চালকদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় সিএনজি অটোরিকশা মালিক সমিতির অফিস ভাঙচুর করা হয় এবং দেশি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সিংড়া বাসস্ট্যান্ডে গিয়ে সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জুর লোকজন নির্ধারিত চেইন ফি ১০ টাকার পরিবর্তে সিএনজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা চাঁদা তোলার চেষ্টা করে। এতে আপত্তি জানায় চালকরা। এ সময় চালকদের মারপিট ও মাস্টারের অফিস ভাঙচুর করে রঞ্জুর লোকজন।

এ অবস্থায় সহসভাপতি শামসুজ্জোহা বাপ্পির লোকজন বাধা দিয়ে ধাওয়া দেয় রঞ্জুর লোকজনকে। এ সময় বাপ্পির লোকজন দেশি অস্ত্র নিয়ে মহড়া দিলে পালিয়ে যায় রঞ্জুর লোকজন। এ ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এ বিষয়ে সিংড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।