চৌমুহনীতে আগুনে পুড়ল ৩৫টি দোকান

Looks like you've blocked notifications!
নোয়াখালীর চৌমুহনীতে একটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের রেলওয়ে সুপার মার্কেটে আগুন লেগে অন্তত ৩০ থেকে ৩৫টি  দোকান পুড়ে গেছে।  এ ঘটনায় চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমেদসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের রেল গেইট এলাকার মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনীর দুটি, মাইজদীর দুটি, সেনবাগের একটি, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটিসহ মোট আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের এ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান পুড়ে যায়।      

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ ভূঁইয়া ও চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ দোকানই ছিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক পণ্যে পরিপূর্ণ।

অগ্নিকাণ্ডের সময় বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম ও চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ আগুন নিয়ন্ত্রণে তদারকি করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বান্তনা দেন।