নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Looks like you've blocked notifications!
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : এনটিভি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কারবন্দি নেতাকর্মীদের মুক্তি, দ্বাদশ জাতীয় সংসদ বাতিল এবং সরকারের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

এদিন সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন নেতাকর্মীরা। তাদের হাতে কালোপতাকা, ব্যানার ও ফেস্টুন রয়েছে। জড়ো হওয়ার সময় নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সরকারবিরোধী নানান স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নয়াপল্টন। দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিলে আসছেন তারা।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালোপতাকা মিছিলটি শুরু হবে দুপুর ২টায়। মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

এদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করা বিএনপি গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল। কিন্তু সেদিন সমাবেশ শুরুর কিছু সময় পর দলটির নেতাকর্মীরা সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে দেশের রাজনীতির চিত্র অনেকটাই পাল্টে যায়। এক দফা কর্মসূচি নিয়ে এগোতে থাকা বিএনপি ওই দিনের পর থেকে রাজনীতির মাঠে অনেকটাই ব্যাকফুটে চলে যায়। গ্রেপ্তার করা হয় দলটির শত শত নেতাকর্মীকে। ফলে ২৮ অক্টোবরের পর বিএনপি একদফা দাবিতে নানা ধরনের কর্মসূচি দিলেও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীরা রাস্তায় না নামায় তা সফল করতে পারেনি দলটি।

এ ছাড়াও নির্বাচন প্রতিহত করতে বিএনপি নানা চেষ্টা করেও ব্যর্থ হয়। এতে টানা প্রায় ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীরা অনেকটা হতাশ। সেই হতাশা কাটাতে রাজপথের কর্মসূচির কোনো বিকল্প দেখছেন না দলটির নীতিনির্ধারকরা। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বড় কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। দলটি কিছুটা বিরতি দিয়ে আবার রাজপথে নামছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।