নতুন কাঠামো অনুযায়ী বেতন দাবিতে জুতা শ্রমিকদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
গাজীপুরের কালিয়াকৈরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে জুতা তৈরির কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি : এনটিভি

গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। আজ রোববার (২৮ জানুয়ারি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈরে আন্দার মানিক এলাকার  হ্যামকো লেদারস লিমিটেড কারখানায় মালিকপক্ষ কোনো বেতন গ্রেড মানে না। তারা সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন না করে আগের মতোই সাত হাজার টাকা বেতন দিচ্ছে।

কারখানার নারী শ্রমিকরা বলেন, ‘আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি না। সামান্য বেতনে সন্তানদের লেখাপড়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসাসহ ভরণপোষণ করতে আমাদের কষ্ট হচ্ছে। কোনো মতে আমরা দুবেলা খেয়ে না খেয়ে বেঁচে আছি। সংসারের দৈনন্দিন চাহিদাগুলো পূরণের জন্য হলেও আমাদের বেতন বৃদ্ধি খুবই জরুরি হয়ে পড়েছে।

হ্যামকো লেদারস লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সানিউল ইসলাম বলেন, জুতা শিল্পের সঙ্গে পোশাকশিল্পের তুলনা করলে হবে না। শ্রমিকদের কথা বিবেচনা করে বর্তমান বেতনের সঙ্গে আমরা এক হাজার ২০০ টাকা বেতন বৃদ্ধি করেছি। সরকার গ্যাজেট প্রকাশ করলে কর্তৃপক্ষ সরকার ঘোষিত গ্যাজেট অনুযায়ী শ্রমিকদের বেতন দেবে।

অতিরিক্ত পুলিশ সুপার দিপক মজুমদার বলেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য শ্রমিকরা আন্দোলন করছে। মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।