জামালপুরে বিএনপির কালো পতাকা মিছিল
জামালপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে মিছিলের আয়োজন করে জামালপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। বর্তমান সংসদ বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কালো পতাকা মিছিল করেন তারা।
শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বক্তব্য দেন।
মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘স্বতন্ত্র সংসদ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে। তাই বর্তমান ডামি সংসদে শেখ হাসিনার বাইরে গিয়ে দেশ ও জনগণের কথা বলার মতো কেউ নেই। আওয়ামী লীগ দেশ ও জাতীয় সংসদকে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছে। অবিলম্বে এই অবৈধ সংসদ বাতিলের দাবি জানাচ্ছি।’
কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।