নারায়ণগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নিচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো মিছিলে বাধা, মাইক বন্ধ ও ব্যানার ছিনিয়ে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ মিছিল বের করতে চাইলে পুলিশ কয়েক দফা বাধা দেয়।

ডামি নির্বাচনে গঠিত সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কালো পতাকা মিছিল বের করতে চায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। পরে চাষাড়ার বালুর মাঠ এলাকায় অবস্থান করতে চাইলে পুলিশ সেখানেও মাইক বন্ধ ও ব্যানার ছিনিয়ে নেয় পুলিশ। এ সময় বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দস্তাদস্তি হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান অভিযোগ করে বলেন, আমরা কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়, মাইক বন্ধ করে দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন।

এ সময় সাখাওয়াত হোসেন খান অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান এবং মির্জা ফখরুলসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন।