ঝিনাইদহে বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের আটকে রেখেছে পুলিশ। ছবি : এনটিভি

ঝিনাইদহে বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের এইচএসএস সড়কে দলীয় কার্যালয়ে নেতাকর্মিরা জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিপুল পুলিশ।

পরে নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। ফলে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে দলটি। এ সময় বিভিন্ন গলিপথ দিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং পিছু নেয়। এ সময় দূর থেকেই সরকারবিরোধী স্লোগান এবং  কালো পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়।

সমাবেশে খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানার সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অনেকেই বক্তব্য দেন।

এ সময় বক্তারা চলমান অবৈধ ডামি সংসদ বাতিলের দাবি জানান। একই সঙ্গে ভারতীয় সব পণ্য বয়কট করার হুঁশিয়ারি দেন তাঁরা।

বক্তারা বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

এদিকে হরিণাকুণ্ডু উপজেলা স্কুল মাঠে যেতেই পারেনি বিএনপির সমর্থকরা। সেখানে দুপুরে জড়ো হওয়ার কথা ছিল তাদের। কিন্তু আগে থেকেই অর্ধশত পুলিশ ওই মাঠে অবস্থান নেয়। যে কারণে কর্মসূচি পালিত হয়নি বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে।