লক্ষ্মীপুরে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরের রায়পুর পৌর মহাশ্মশানঘাট মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রায়পুর পৌর মহাশ্মশানঘাট মন্দিরে এ ঘটনা ঘটে।

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি কেউ। মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিরা গেইটের তালা খুলে ভেতরে ঢুকলে ভাঙচুরের দৃশ্য দেখতে পায়।

আজ সন্ধ্যায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দুপুরে মন্দির কমিটির লোকজন তালা খুলে দেখতে পায় ভেতরে কালী প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরের বিভিন্ন স্থানে ভাঙচুর, আসবাবপত্র ও কাগজপত্রে অগ্নিসংযোগও করা হয়। ধারণা করা হচ্ছে নিরাপত্তা দেওয়াল টপকে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। 

রায়পুর পৌর শ্মশানঘাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম রায় বলেন, দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর ও মূল্যবান কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করব।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল বলেন, ঘটনাটি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, এ জেলায় এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। রায়পুরের মন্দিরের ভাঙচুর একটি বিচ্ছিন্ন ঘটনা। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।