জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

সংসদীয় গণতন্ত্র এগিয়ে নেওয়ার প্রত্যয় স্পিকার শিরীন শারমিনের 

Looks like you've blocked notifications!
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : এনটিভি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংসদীয় গণতন্ত্র এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। টানা চতুর্থবার দ্বাদশ সংসদের স্পিকার নির্বাচিত হয়ে আজ বুধবার (৩১ জানুয়ারি) এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সংসদীয় গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য সরকার, বিরোধীদল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমানভাবে কথা বলার সুযোগ দেওয়া হবে। 

স্পিকার আরও বলেন, সংসদে সরকারিদল, বিরোধীদল ও স্বতন্ত্র ছাড়াও দু-তিনটি দলের একজন করে সংসদ সদস্য আছেন। তাঁদের সবাইকে কথা বলার সুযোগ দেব। মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে সমানভাবে প্রশ্ন করতে পারবেন সংসদ সদস্যরা। জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশও দিতে পারবেন তাঁরা।

এর আগে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী শহীদদের উদ্দেশে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল প্রমুখ।