গোপালগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল ভাঙচুর-বিক্ষোভ

Looks like you've blocked notifications!
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বুধবার রাতে টায়ারে আগুন জ্বালিয়ে পদবঞ্চিত ছাত্রলীগকর্মীদের বিক্ষোভ। ছবি : এনটিভি

কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকেলসহ অন্তত ৮-৯টি মোটরসাইকেল।

আজ বুধবার বিকেলে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে পদবঞ্চিত ইয়াদুল নিজামীর সমর্থক ইমাম নিজামি ও ইব্রাহিম নিজামিকে গংদের সাথে শামীম দাঁড়িয়ার সমর্থক রোরহান শেখের কথা কাটাকাটি হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়া ঘটনাস্থলে গেলে কথা কাটাকাটি ও হট্টগোলের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় কলেজ চত্বরে থাকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়ার মোটরসাইকেলসহ ৮-৯টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ইয়াদুল নিজামীর সমর্থক ইমন নিজামীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। মারাত্মক আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ছাত্রলীগের পদবঞ্চিত ইয়াদুল নিজামী, আকরাম নিজামী, ঈমন নিজামী গ্রুপ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শামীম দাড়িয়ার পদত্যাগ দাবি করেন। এই ঘটনায় কোটালীপাড়ায় উত্তেজনা বিরাজ করছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ছাত্রলীগের সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।