কোটালীপাড়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, মামলা

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাঁড়িয়াকে বহিষ্কারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভরত ছাত্রলীগের পদবঞ্চিতরা। ছবি : এনটিভি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাঁড়িয়াকে বহিষ্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। অপরদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আজ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। দুপুর ১টার দিকে ৪৮ ঘণ্টার মধ্যে সাধারণ সম্পাদকের বহিষ্কারের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। একই দাবিতে বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে পদবঞ্চিতরা।

ছাত্রলীগের পদবঞ্চিত ইয়াদুল নিজামী বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়াকে বহিষ্কার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শামিম দাঁড়িয়া একাধিক ফৌজদারি মামলার আসামি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ইমন নিজামীর ছোট ভাই বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বৃহস্পতিবার কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং ১, তাং : ০১/০২/২৪)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

উল্লেখ্য, গতকাল বুধবার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে ওঠাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়া ও প্রতিপক্ষ পদবঞ্চিত ইয়াদুল নিজামী গ্রুপের মধ্যে দুদফায় সংঘর্ষে ১০ জন আহত হয়। এ সময় সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়ার মোটরসাইকেলসহ সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এদের মধ্যে সাধারণ সম্পাদক পদবঞ্চিত ইয়াদুল নিজামী গ্রুপের ইমন নিজামীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।