ঝিনাইদহে দুই ভাতিজার হাতে চাচা খুন

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে নিহত লাল্টুর স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ঝিনাইদহের শৈলকুপায় কাকুড়াডাঙ্গা গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন দুই ভাই মিলে চাচাকে হত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে কাকুড়াডাঙ্গা বিলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত ব্যক্তি (চাচা) কুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে লাল্টু মোল্লা (৩৬)।

পুলিশ ও নিহত লাল্টু মোল্লার পরিবার সূত্রে জানা যায়, প্রায়  এক বছর আগে নিহত লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি (বড় ভাইয়ের স্ত্রী) রিভাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এ নিয়ে পরিবারে বিরোধ শুরু হয়। তিনি আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসেন। আজ দুপুরে তিনি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাতিজা আসাদ ও মিরাজ (রিভার সন্তান) তাঁকে ধরে বিলের ধারে একটি মাছের খামারের কাছে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখেন। পরে সেখানেই মারা যান তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।