এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ চালু করল ওমান দূতাবাস

Looks like you've blocked notifications!
ঢাকায় মাস্কাট হাইকমিশনের ছবি তাদের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন গ্রহণ ও বিতরণ চালু করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। কারিগরি ত্রুটির কারণে এতদিন এ সেবা বন্ধ ছিল। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রওশন আরা পলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

এর আগে গত ২২ জানুয়ারি প্রবাসীদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে ২৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি আবেদন গ্রহণ ও বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে। দূতাবাস জানিয়েছে, ওমানের ইব্রি এলাকায় শুক্র ও শনিবার কনস্যুলার সেবা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ও ৩ ফ্রেব্রুয়ারি আল মস্তাকবাল হোটেল অ্যাপার্টমেন্ট, ইব্রাতে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে।