বাবাছেলেসহ ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়া এলাকায় দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : এনটিভি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে বাবাছেলেসহসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

উপজেলার আনালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএস আই) মো. তৈয়ুব আলী।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর জেলার রতন (২৭), তাঁর সঙ্গে থাকা ছেলে সানি (৬) এবং রাজশাহী জেলার বেলপুকুরের শরিফ।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হুদা বকুল জানান, আজ রাত ৮টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। চিলাহাটি ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিক তিনজন কাটা পড়ে নিহত হন।

টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ আলী আকবর জানান, ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহে হস্তান্তর করা হবে। মরদেহ জেনারেল হাসপাতালে নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর বঙ্গের একটি বাস নষ্ট হলে ঘটনাস্থলের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। সেই সময় কিছু যাত্রী রেল লাইনের পাশে দাঁড়ানোসহ হাঁটাহাঁটি করছিল। সেই মুহুর্তে চিলাহাটি এলে তারা ট্রেনে কাটা পড়েন।