পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন দিনমজুর রাকিব  

Looks like you've blocked notifications!

নড়াইলের লাহুড়িয়া তৈলক্ষণপাড়ার বাসিন্দা কুদ্দুস শেখের ছেলে দিনমজুর রাকিব শেখ পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাঁচ দিন ধরে তিনি পুলিশের ভয়ে অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের দুই সহকারী উপপরিদর্শকের (এএসআই) অযাচিত হুমকি থেকে রক্ষা পেতে দিনমজুর রাকিব শেখ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। 

হুমকির  শিকার রাকিব শেখ জানান, পেশায় তিনি একজন দিনমজুর। কখনও গাছ কেটে, কখনও অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে থাকেন। অভারের সংসারে সারা দিনের পরিশ্রমের অর্থ দিয়ে কোনোমতে পরিবারের সদস্যদের অন্ন-বস্ত্রের জোগান দেন তিনি। গত ২৬ জানুয়ারি বিকেলে নিজ বাড়িসংলগ্ন কবরস্থানের পাশ থেকে লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই সজিব ও দীন ইসলাম তাঁকে ধরে টেনেহিঁচড়ে লাহুড়িয়া গরুর হাট পর্যন্ত নিয়ে যান। তাঁরা তাঁকে ধরে নেওয়ার সময় বলেন, ‘তুই বাঁচতে চাইলে মাদকবিক্রেতা ও মাদকসেবীদের সন্ধান দিবি।’ পুলিশের এ ধরনের আচরণে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তিনি। পুলিশের এমন নির্দেশ পাওয়ার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।

এ ব্যাপারে জানতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এএসআই সজিবকে তাঁর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করে এটা তাঁর নম্বর নয় বলে এড়িয়ে যান। 

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।