শেরপুরে চার ইটভাটা বন্ধ, ২৪ লাখ টাকা জরিমানা 

Looks like you've blocked notifications!
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি : এনটিভি

শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযানে জেলার চারটি ইটভাটা বন্ধ এবং মালিকদের মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর। এ সময় ইটভাটাগুলোর গুরুত্বপূর্ণ অংশসমূহ বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়। পরে এসব ইটভাটা বন্ধ ঘোষণা করা হয় এবং প্রতিটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে শেরপুর পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে। এ সময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস আভিযানিক দলে ছিলেন। আরও ছিলেন পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।