কম্বল দিছে ১১০০, মানুষ আট লাখ : ব্যারিস্টার সুমন

Looks like you've blocked notifications!
আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডিসিপি স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি : এনটিভি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমারে এবার ইউএনও ও ডিসি মিলে কম্বল দিছে ১১০০ আর মানুষ দিছে আট লাখ। সবাই বলে এমপি হওয়ার পর মানুষ আরামপ্রিয় হয়, আর আমার ১২ কেজি ওজন কমছে।’

আজ হবিগঞ্জের (৩ ফেব্রুয়ারি) চুনারুঘাট উপজেলার ডিসিপি স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘একটা টাকাও এখনও পাইছি না অথচ খরচ হয়েছে ২৭ লাখ। কম্বল ছাড়া সরকারি এক টাকাও পাই নাই। বরাদ্দ কীভাবে হয় আমি জানিই না।’

এ সময় মঞ্চে উপস্থিত জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, আপনিতো জানেন কোথায় কী আছে। আমার চাচাও (সদর আসনের এমপি) জানেন, আমি উনার কাছ থেকে শিখতেছি বরাদ্দ কেমনে আসে। তার পরও ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করি… তা হলো আগে মক্কেল দিত ৫০ হাজার, এখন বলে এমপিও আছে ১ লাখ দাও। এটা লাভ হয়েছে। দেখা যায় নাটোরের মক্কেল সেখানে যে টাকা পাই, তাও নিয়া আসি।

এসময় মন্ত্রীকে উদ্দেশ্য করে সুমন আরও বলেন, আপনি জানেন আমি এ ময়লা পানিতে নামছি, দরকার হলে আরও নামব। তবুও আমার এলাকার মানুষের ভাগ্য বদল করে ছাড়ব। তাদের ভাগ্য বদল না করে আমি মরতেও চাই না।

বক্তব্যের শুরুতে সুমন বলেন, ‘ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যদি কখনো ক্ষমতা পাই তাহলে আজ মাধবপুর-চুনারুঘাটে যা দেবেন তার কয়েকগুণ বেশি নাটোরে দিব।’