নারায়ণগঞ্জে ৩ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী দগ্ধ, ১১ বসতঘর পুড়ে ছাই

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে তিনটি অগ্নিকাণ্ডের একটি। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী দগ্ধ ও ১১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাগুলো ঘটেছে আজ (৩ ফেব্রুয়ারি) শনিবার ভোররাতে ও দুপুরে নারায়ণগঞ্জ শহর ও রূপগঞ্জ উপজেলায়। 

ভোররাত ৩টার দিকে  রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট নয়াপাড়া এলাকায় রান্না করার জন্য চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হন। তারা হলেন—রংপুরের তারাগঞ্জ থানার ইছামত মেনা নগর এলাকার শামীম ইসলাম ও তার স্ত্রী জাহানারা বেগম। তারা দুইজন সাওঘাট এলাকায় দুইটি  কারখানায় কাজ করেন এবং স্থানীয় আবু মুসার দ্বিতল ভবনের নিচতলার ভাড়াটিয়া। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান তথ্য নিশ্চিত করেছেন। 

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর কুড়িআইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে আসবাবপত্রসহ ১১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, এলাকার সোলমানের ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুনে লেলিহান শিখা তার বসত ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পাশের ওসমান মিয়া রবিউল্যাহ, আনেছা বেগম, সুমন মিয়া, এবাদুল্যাহ, তাজিরুন বেগম, শাহালম, নজরুল ইসলাম, আনিস ও আরিফের বসত ঘরে  ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আসবাবপত্রসহ ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেন।

এ ব্যাপারে কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ১১টি বসতঘর পুড়ে গেছে। তবে, হতাহতের কোন ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তারপরও সঠিক কারন জানার জন্য তদন্ত চলছে। 

অন্যদিকে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের নগরখানপুর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ গুদামে মজুদকৃত প্লাস্টিক পাইপে ভয়াবহ আগুন লাগে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১টার দিকে বিআইডব্লিউটিএয়ের স্তুপ করে রাখা ডেজিং পাইপে আগুনের সূত্র পায় হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানা যাবে।