করোনায় আরও ৩৯ জন শনাক্ত

Looks like you've blocked notifications!
করোনাভাইরাসের নমুনা সংগ্রহের ফাইল ছবি এনটিভির

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩৯ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮২ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ২৯৭ জনে।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৩২টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩ জন ঢাকার, দুই চট্টগ্রামের, একজন বরিশালের রোগী রয়েছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য আট শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৫১০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।