নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে নিহত গৃহবধুর মরদেহ। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেসমিন বেগম নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গতকাল রোববার রাতে সদর উপজেলার ফতুল্লার লাকী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম চাঁদপুরের উত্তর মতলব থানার দশআনী গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে লাকী বাজার এলাকায়  দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন।

নিহতের ছোট বোন খাদিজা বেগম বলেন, ‘আমার চার ভাই প্রবাসী হওয়ায় জেসমিনের কাছে নানা অজুহাতে টাকা চাইতেন তার স্বামী আলী হোসেন। কয়েকদিন আগেও জেসমিনকে টাকার জন্য মারধর করা হয়। পরে জেসমিন মেজো ভাইকে ঘটনাটি জানায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। রোববার রাতে জেসমিনের স্বামী আমাদের ফোন করে জানায় জেসমিন মারা গেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এসে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেই।’ তিনি অভিযোগ করেন, জেসমিনকে পিটিয়ে ও আঘাত করে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, রাতে নিহতের শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে নগরীর খানপুর হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।