অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদর থানা পুলিশ অটোরিকশা ছিনতাইকারী চক্রের এই তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। ছবি : এনটিভি

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ খান সাহেবের ঈদগা মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার আসাদুল (৪০),  একই এলাকার  রাব্বি (২৪) ও বেলকুচি উপজেলার বড়বেরা খারুয়া গ্রামের শাহিন রেজা (২৪)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তরকৃতরা শহর ও আশপাশ এলাকায় অটোরিকশা চালককে অজ্ঞান করে ছিনতাই অথবা ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে। গতকাল বেলকুচি উপজেলার  রাজাপুর এলাকা থেকে চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই হয়। ছিনতাই করা সেই অটোরিকশার মালামাল বিক্রির সময় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ওসি  বলেন, আসামিরা জিজ্ঞাসা বাদে জানায় তাদের এই চক্র জেলার বিভিন্ন থানার ব্যস্ততম এলাকায় নিরিবিলি সময়ে অটোরিকশাচালকদের অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে দূরে কোথাও নিয়ে গিয়ে অজ্ঞান অথবা হত্যার হুমকি দিয়ে ছিনতাই করে থাকে।

গত ৮ জানুয়ারি সিরাজগঞ্জ কোর্ট  এলাকা থেকে অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে অটোরিকশাচালক মনিরুল ইসলামকে (১৮) বেলকুচি উপজেলার তামাই এলাকায় নিয়ে গিয়ে কফির মধ্যে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে মাঠের মধ্যে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে যায়। 

অটো ছিনতাইকারী গ্রেপ্তারের সংবাদ পেয়ে থানায় এসে ছিনতাইকারীদের মনিরুল শনাক্ত করেন।