ময়মনসিংহে উদ্ধার হওয়া টাকা-মোবাইল ফোন ফেরত দিল এপিবিএন

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে চুরি হওয়া এবং হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধারের পর ফেরত দিচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

ময়মনসিংহের মুক্তাগাছায় চুরি হওয়া এবং হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধারের পর ফেরত দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ (এপিবিএন)। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) এসব মোবাইল ফোন ও টাকা ফেরত দেওয়া হয়।

গতকাল দুপুরে মুক্তাগাছায় এপিবিএন-২ সদর দপ্তরে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন, ধারাবাহিক অভিযানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংক হ্যাক করে হাতিয়ে নেওয়া টাকা উদ্দারের পর প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে। বিভিন্ন থানায় ভুক্তভোগীদের সাধারণ  ডায়েরির (জিডি) ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৫ হাজার টাকা ও ৩৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে প্রতারণা ও অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য ৩৩১টি ভুয়া সিমসহ ফরহাদ ও রুদ্ধ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আফসার উদ্দিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সামসুদ্দিনসহ অন্যরা।