দ্বিতীয় বিয়ে করলেই গুণতে হবে মোটা অংকের কর

Looks like you've blocked notifications!
বিয়ের ছবি এআইয়ের তৈরি

একের বেশি বিয়ে করতে চাইলে গুণতে হবে বাড়তি কর। আর তা যদি হয় চতুর্থ বিয়ে তাহলে তো কথাই নেই। পকেট থেকে বেরিয়ে যাবে ৫০ হাজার টাকা। বিবাহ ও নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা এবং পারিবারিক বন্ধনের বিষয়টি সামনে রেখে এমন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

ডিএসসিসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বিয়ের ক্ষেত্রে ১০০ টাকা কর। তবে, কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে অতিরিক্ত আরও পাঁচ হাজার টাকা কর দিতে হবে। তৃতীয় বিয়ে করতে হলে দিতে হবে আরও বিশ হাজার টাকা। আর চতুর্থ বিয়ে করতে হলে দিতে হবে আরও ৫০ হাজার টাকা। 

ডিএসসিসির এমন সিদ্ধান্তের কথা এনটিভি অনলাইনকে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  আবু নাছের। 

আবু নাছের জানান, ইতোমধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত সব নিকাহ রেজিস্টারকে নিয়ে সভা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির বিবাহ নিবন্ধন কর হিসেবে আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০ (৪)-এর ১৫২ নম্বর আইন অনুযায়ী প্রথম বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পর প্রথম বিয়ের ক্ষেত্রে ১০০ টাকা, প্রথম স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তৃতীয় বিয়ের ক্ষেত্রে ২০ হাজার টাকা, প্রথম তিন স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে চতুর্থ বিয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং প্রথম স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধ্যা হয় (সেক্ষেত্রে ক, খ, গ ও ঘ এ বর্ণিত কর প্রযোজ্য হবে না) তবে, পরবর্তী বিয়ের ক্ষেত্রে ২০০ টাকা বিবাহ নিবন্ধন কর করপোরেশনের রাজস্বে জমা দিতে হবে।