নারায়ণগঞ্জের মীরজুমলা সড়কে দখলদার উচ্ছেদ অভিযান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ শহরের দখল হওয়া মীরর্জুমলা সড়ক থেকে অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। ছবি : এনটিভি

দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের দখল হওয়া মীরজুমলা সড়ক থেকে অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।

মীরজুমলা সড়কে অবৈধভাবে বসানো দিগু বাবুর বাজার এলাকায় অবৈধ হকার ও বাজার উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এডমিন) মো. আমির খসরুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। 

পুলিশ সুপার বলেন, এখানকার জনপ্রতিনিধিসহ  সবারই ঐকমত্যে যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে তিন দিন ধরে শহরের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মীর জুমলা সড়ক থেকে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।