খাগড়াছড়ির দুই ইটভাটাকে জরিমানা, জ্বালানিকাঠ জব্দ

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মেসার্স বিবিএম ও মেসার্স আরবিএম নামে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা এবং জ্বালানিকাঠ জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গায় ওই দুই ইটভাটায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। 

এ সময় হাইকোর্টের নিষেধাজ্ঞা না মানায় বেলছড়ির মেসার্স বিবিএম ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা প্রায় এক হাজার ৮৪৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

এদিকে, ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি ও টিলা হতে মাটি সংগ্রহ করার অপরাধে মাটিরাঙ্গা পৌরসভার মেসার্স আরবিএম ইটভাটার ম্যানেজার রবিউল আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে ওই ইটভাটার মালিক মো. আমির হোসেনের বিরুদ্ধে বিধিমোতাবেক নিয়মিত মামলার নির্দেশ দিয়ে জব্দ করা জ্বালানিকাঠ নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জামার নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। 

অভিযান চলাকালীন মাটিরাঙ্গা রেঞ্জ অফিসের কর্মকর্তাসহ মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। 

জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।