মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বালুয়াকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০)। তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত অপরজন প্রাইভেটকারের পুরুষ যাত্রী। তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।  

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার গজারিয়ার বালুয়াকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদ্দাম হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ‘নিহত প্রাইভেটকার চালকের মরদেহ গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’