এবার ছাত্র-ছাত্রীদের হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে বুধবার ছাত্র-ছাত্রীদের হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : এনটিভি

শাহীন শিক্ষা পরিবারের সিরাজগঞ্জ শাখার বৃত্তিপ্রাপ্ত এবং বিভিন্ন ক্যাডেটে স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া ৪২ জন ছাত্র-ছাত্রীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন জেলা স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শাহীন শিক্ষা পরিবারের সিরাজগঞ্জ শাখা।

এ সময় ৪২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে হেলিকপ্টারে করে ঘোরানো হয়। একইসঙ্গে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এতে ছাত্র-ছাত্রীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে ছাত্র-ছাত্রীরা ভীষণ খুশি হয়েছে।

এর ফলে আগামী দিনগুলোতে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় আরও মনোযোগী হবে এবং পড়াশোনায় প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছে শাহীন শিক্ষা পরিবার।

শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন আসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) রেজওয়ানুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ও সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।