১৮ বছর পর প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন 

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মো. সোনাউল্যাহকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের কাজিপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় মো. সোনাউল্যাহ (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। 

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মুক্তার হোসেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী ২০ বছরের মানসিক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ করেন সোনাউল্যাহ। কিন্তু ভুক্তভোগী প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি জানত না। পরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। তখন তিনি ২৮ সপ্তাহের গর্ভবতী। এরপর ভুক্তভোগী মেয়ের বাবা আদালতে মামলার আবেদন দিলে আদালত কাজিপুর থানা পুলিশকে মামলাটি (এফআইআর) এজাহার হিসেবে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। এরপর পুলিশ মামলাটি নিয়ে তদন্ত করে আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। 

মামলায় সাক্ষ্য পর্যালোচনা করে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত আজ সোনাউল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।