ধর্ষণের অভিযোগে সাভারে বহিষ্কৃত ছাত্রলীগনেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জের সিংগাইর থানার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল এলাকা থেকে গতকাল বুধবার বহিষ্কৃত ছাত্রলীগনেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি

সাভারে ধর্ষণ ও জোরপূর্বক একাধিকবার গর্ভপাতের অভিযোগে সাভারে বহিষ্কৃত ছাত্রলীগনেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর থানার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার। তিনি জানান, সোহেল রানার বিরুদ্ধে গত রোববার সাভার মডেল থানায় ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী মামলা করেন। ধর্ষণ ও জোরপূর্বক একাধিকবার গর্ভপাতের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে এই মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসআই রাজীব জানান, নিজের অপকর্ম আড়াল করে গত ২ ফেব্রুয়ারি সাহরাইল গ্রামের আফসার উদ্দিনের বড় মেয়ে আফসানা আক্তার মীমকে (২১) বিয়ে করেন সোহেল রানা। পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপন করেন শ্বশুর বাড়ির এলাকার একটি মহিলা মাদ্রাসায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : ধর্ষণকাণ্ডে জাবি’র নেওয়া পদক্ষেপ পর্যালোচনায় ইউজিসির কমিটি

সিংগাইর থানার শায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, এসব ঘটনা জানাজানির পর সোহেল রানার বিরুদ্ধে নববিবাহিত স্ত্রী মীমের পরিবারও প্রতারণা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি সাভারে আলোচিত ১৪ বছরের স্কুলপড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সোহেল রানাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাবনা জেলার আহমেদ আলীর ছেলে। বর্তমানে সাভারের চাপাইন এলাকার বাসিন্দা। র‌্যাবের গ্রেপ্তারের পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।