নারায়ণগঞ্জে ক্রনি অ্যাপারেলসে বিস্ফোরণ, দগ্ধ ১৪

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ক্রনি অ্যাপারেলসে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে ১৪ জন। ুআজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে।  

ক্রনি অ্যাপারেলসের হিসাব রক্ষক সাব্বির হোসেন এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৬টার দিকে গ্যাস ওয়েল্ডিং করার সময় পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৪ জন। সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন মেহেদী হাসান (৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক (২৮), সিকিউরিটিগার্ড মনির (২৮), সামসু (৩২), রিপন (৩৪), রুবেল মিয়া (১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। 

আবাসিক চিকিৎসক জানান, প্রায় সবার শরীর দু-চার-পাঁচ শতাংশ করে দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হতে পারে।

এ বিষয়ে সাংবাদিকরা ক্রনি অ্যাপারেলসে তথ্য সংগ্রহ করতে গেলে কাউকে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।