মেঘনায় লাখ মিটার কারেন্ট জালসহ ২৮ কেজি জাটকা জব্দ

Looks like you've blocked notifications!
চাঁদপুরের মেঘনায় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়। ছবি : এনটিভি

মৎস্য সম্পদ ধ্বংসকারী ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণের লক্ষ্যে চাঁদপুরের মেঘনা নদীতে পৃথক তিনটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে এক লাখ মিটার কারেন্টজাল, একটি বেহুন্দি, আটটি মশারি জাল ও ২৮ কেজি জাটকা জব্দ করা হয়। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তানজিমুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর সদরে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান ‘কম্বিং অপারেশন’ চালানো হয়। এর মধ্যে সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪০ হাজার মিটার কারেন্টজাল ও ২৪ কেজি জাটকা জব্দ করা হয়। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযানে জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্টজাল, একটি মশারি জাল ও চারকেজি জাটকা। দিনের সর্বশেষ অভিযান পরিচালনা করা হয় সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সময় জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্টজাল, একটি বেহুন্দি ও সাতটি মশারি জাল।’

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আরও বলেন, ‘জব্দ করা সব ধরনের জাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।’

এসব অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক আহমেদ, সদর উপজেলার ক্ষেত্র সহকারী জামিল হোসেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।