চট্টগ্রামে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের পটিয়ায় নিহত জানিক নাথ দে। ছবি : এনটিভি

চট্টগ্রামের পটিয়ায় জানিক নাথ দে (৭৪) নামে এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার রূপাস দে’র বিরুদ্ধে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। নিহত জানিক দে পটিয়ার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শচী দে’র ছেলে।

জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে মাদকের চালান বিভিন্ন এলাকায় পাচার হয়। কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সন্ধ্যা নামলে মাদকগ্রহণকারীদের উৎপাত বেড়ে যায়। শুক্রবার সন্ধ্যায় কৃষক জানিত নাথ দে কৃষি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মদ্যপায়ী রূপাস অতর্কিতভাবে ধাড়ালো দা দিয়ে  জানিতে মাথায়র আঘাত করে। পরে পাশ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয় মরদেহ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ কৃষকের মরদেহটি উদ্ধার করে।

ওসি জসীম উদ্দীন বলেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।