নিরাপত্তাহীনতার কথা জানিয়ে খন্দকার মুশতাকের জিডি

Looks like you've blocked notifications!
সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদ। ফাইল ছবি

বইমেলা থেকে বের করে দেওয়ার ঘটনার পর নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলোচিত সিনথিয়া ইসলাম তিশার স্বামী খন্দকার মুশতাক আহমেদ। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে জিডি করেন তিনি।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাজিজুর রহমান বলেন, মুশতাক-তিশা দম্পতি বইমেলার ঘটনা জানিয়ে একটি জিডি করেছেন। জিডিতে তারা নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলায় বইয়ের প্রচারণা করতে গেলে অনেকের ক্ষোভের মুখে পড়েন এ দম্পতি। ‘ভুয়া ভুয়া’স্লোগান দিতে দিতে তাদের মেলা প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়। এ সময় আনসার সদস্যদের নিরাপত্তায় বইমেলা ছাড়তে দেখা যায় তাদের।