হবিগঞ্জের বড়য়ান বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুষ্ঠিত পলো বাইচে অংশ নিয়ে মাছ শিকার করেছেন এক জেলে। ছবি : এনটিভি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের বড়য়ান বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর জেলার বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক মৎস্য শিকারী পলো দিয়ে মাছ ধরেছে।

জেলেরা পানিতে একের পর এক ঝাঁপ দিয়ে আর হৈ-হুল্লোর করে সামনের দিকে ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যময় এক দৃশ্য সৃষ্টি করে মাতিয়ে তুলেছে পুরো বিল।

এলাকাবাসী জানায়, আতুকুড়া গ্রামের বড়য়ান বিলে যুগ যুগ ধরে আয়োজন করা হচ্ছে পলো বাইচ উৎসবের। এক সময় জেলার নবীগঞ্জ, বাহুবল, আজমিরীগঞ্জ, লাখাই ও বানিয়াচং উপজেলায় পলো বাইচ উৎসব বা প্রতিযোগিতার প্রচলন ছিল। তখনকার সময়ে বিভিন্ন নদী, বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি অনেক এলাকা থেকে হারিয়ে গেলেও আতুকুড়া গ্রামবাসী এ ঐতিহ্য ধরে রেখেছে।

পলো দিয়ে মাছ শিকার করে বানিয়াচঙ্গের নাসিম আহমেদ বলেন, ‘শখের বশে প্রতি বছর এ মৌসুমে পলো বাইচে অংশ নেই। আজ পলো বাইচে অংশ নিয়ে ছোট-বড় চারটি মাছ পেয়েছি। আমার মত অনেকেই মাছ পেয়েছেন। যারা মাছ পেয়েছেন তারা আনন্দিত। তবে আগের তুলনায় এখন বিলে সেরকম মাছ নেই।’

আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহিবুল হোসেন উজ্জল বলেন, ‘আমাদের গ্রামে যুগ যুগ ধরে পলো বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এই পলো বাইচকে কেন্দ্র করে গ্রামের বড়য়ান বিলে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন মাছ শিকার করার জন্য আসেন। বিলের পাড়ে সবাই একত্রিত হয়ে পলোৎসব উপভোগ করেন।’