ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাতজন ভর্তি 

Looks like you've blocked notifications!
ডেঙ্গু ওয়ার্ডের ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে সাতজন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক হাজার ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকা ও চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশে সর্বমোট ৮৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৮ জন এবং ঢাকার বাইরে ৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। 

২০২৪ সালের এক জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ২৩১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪২৪ জন এবং ঢাকার বাইরে ৮০৭ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ১৩০ জন।