ভালুকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নিহত মনিরুজ্জামান। ছবি : এনটিভি

ময়মনসিংহের ভালুকায় মাক্রোবাস খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত ও চালক তুষার (২৫) গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবায় ক্লাবের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার মজিবর রহমানের ছেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান একটি মামলায় সাক্ষী দেওয়ার জন্য নোয়া মাইক্রোবাসে আজ সকালে নারায়ণগঞ্জ আদালতে যান। সন্ধ্যায় ময়মনসিংহে ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে কাঁদা পানিতে সামনের অংশ ডুবে যায়। এ সময় এসআই মনিরুজ্জামান ও চালক তুষার গুরুতর আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরকে মৃত ঘোষণা করেন। চালক তুষারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে আংশিক কাঁদাপানিতে ডুবে গেলে এসআই মনিরুজ্জামান ও চালক আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরকে মৃত ঘোষণা করেন।