যে কোনো অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর : হানিফ

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ আজ মঙ্গলবার কুষ্টিয়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যে কোনো অপরাধের বিচার সরকার করতে বদ্ধপরিকর। বিএনপি দুর্নীতির করার কারণে বাংলাদেশকে পরপর পাঁচবার বিশ্বের এক নম্বর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রহিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কঠোরভাবে দুর্নীতি দমন করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি তাদের অতীতের অপকর্মের কারণে ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর থেকেই সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে আসছে। ২০১৩ সালে যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াত দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রতিহত করে নাশকতা করেছে। ২০১৫ সালের বেগম খালেদা জিয়া অবরোধের নামে ৯৩ দিন দেশের মানুষের ওপরে পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু গাড়িতে ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল। সেই সময় প্রায় সাড়ে তিন হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল। ৩০০ এর ওপরে মানুষ মারা গিয়েছিল আগুনে পুড়ে।’ 

হানিফ আরও বলেন, ‘বিএনপি শুরু থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশি ও বিদেশের সহযোগিতায় বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তাদের এসব ষড়যন্ত্র কোনো কাজে আসবে না।’

সাগর-রুনি হত্যার বিচারের বিষয়ে হানিফ বলেন, ‘বাংলাদেশে বিচার ব্যবস্থা স্বাধীন। যেকোনো অপরাধের বিচার সরকার করতে বদ্ধপরিকর ও ন্যায়সংগত হচ্ছে। বিএনপি দুর্নীতির করার কারণে বাংলাদেশকে পরপর পাঁচ বার বিশ্বে ১নং দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রহিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কঠোরভাবে দুর্নীতি দমন করা হচ্ছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।