কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

Looks like you've blocked notifications!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, কোটালীপাড়া উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। 

গত ৩১ জানুয়ারি বিকেলে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মঞ্চে ওঠার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ বঞ্চিত ইয়াদুল নিজামীর সমর্থক ইমন নিজামী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দারিয়ার সমর্থক শাহাবুদ্দিন দারিয়ার সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে এই দুই নেতার সমর্থকদের মধ্যে  দুই দফা সংঘর্ষ হয়। এতে ইয়াদুল নিজামীর সমর্থক ইমন নিজামীসহ উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয় এবং ছয়-সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ইমন নিজামীর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শামীম দারিয়ার পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ইয়াদুল নিজামীর সমর্থকরা। পরে গুরুতর আহত ইমন নিজামীকে ঢাকায় ভর্তি করা হয়। 

এ ঘটনায় ইমন নিজামীর ভাই আলী হাসান রিফাত বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দারিয়াসহ ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করেন। 

এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দারিয়ার বহিষ্কারের দাবিতে ইয়াদুল নিজামীর সমর্থকরা আন্দোলনে নামে। এসব কারণে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমীর হামজা জানিয়েছেন।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। তাই বিষয়টি আমার জানা নেই। 

উপজেলা ছাত্রলীগের এই সংঘর্ষের ঘটনা নিয়ে এনটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।