চাকরিচ্যুতি রোধে গণমাধ্যম কর্তৃপক্ষকে চিঠি দেবেন তথ্য প্রতিমন্ত্রী
কথায় কথায় ও শর্ট নোটিশে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করা মানবাধিকারের চরম লংঘন। এটা রোধ করতে গণমাধ্যম কর্তৃপক্ষকে চিঠি দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
গণমাধ্যমগুলোতে ছাটাই ও চাকরিচ্যুতি রোধে সাংবাদিক নেতারা প্রতিমন্ত্রীর সহায়তা কামনা করলে মন্ত্রী বলেন, ‘আপনাদের আনুভূতির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমাদের সরকার চায় দেশে অবাধ তথ্যপ্রবাহ বজায় থাকুক। সেইসঙ্গে সাংবাদিক ও সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তাও দরকার। আমি শিগগির তথ্য মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি একটি নির্দেশনা পাঠাব। এতে আপাতত কোনো গণমাধ্যমকর্মীকে কোনো প্রতিষ্ঠান শর্ট নোটিশে চাকরিচ্যুত করতে পারবে না। কোনো কারণে চাকরিচ্যুতি করতে হলে কমপক্ষে তিন মাসের নোটিশ দিতে হবে এবং সেইসঙ্গে তার সম্পূর্ণ পাওনা বুঝিয়ে দিতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সাংবাদিক হওয়ার কোনো নীতিমালা না থাকায় বিপুল সংখ্যক সাংবাদিক দেখা যাচ্ছে। এতে অপতথ্য বেশি প্রচার হচ্ছে। কে সাংবাদিক হবেন সে ব্যাপারেও একটি নীতিমালা থাকা প্রয়োজন। গণমাধ্যমে পেশাদার সাংবাদিকদের বাইরেও অনেক অপেশাদার লোকজনও সাংবাদিকতায় চলে এসেছেন। এতে মূলধারার সাংবাদিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আপনাদেরই অনেকে বলছেন। আমরা আপনাদের এসব বক্তব্যের সঙ্গে একমত।