নৌকার প্রচারকেন্দ্র ভাঙচুর মামলায় স্বতন্ত্রপ্রার্থীর ৮ সমর্থক কারাগারে

Looks like you've blocked notifications!

জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারকেন্দ্র ভাঙচুর এবং সমর্থকদের ছুরিকাঘাতে আহত করার মামলায় স্বতন্ত্রপ্রার্থীর আট সমর্থককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ছিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনের কৈডুলা শাহবাজপুরে গত ২৭ ডিসেম্বর দুপুরে নৌকা প্রতীকের স্থানীয় একটি নির্বাচনি প্রচারকেন্দ্রে ভাঙচুর এবং ছয় সমর্থককে ছুরিকাঘাতে আহত করে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিমের সমর্থকরা। পরে ওই ঘটনায় আহত যুবলীগনেতা জাকির হোসেন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনকে আসামি করে গত ২৮ ডিসেম্বর জামালপুর সদর থানায় মামলা করেন। আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় হাজিরা দিতে গেলে ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ আট সমর্থককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ। অপর আসামিরা হলেন একই এলাকার মীর সাইফুল, আক্তার হোসেন, আব্দুস সাত্তার, আবু সাইদ, মীর খলিল, নাইম ও মীর সাব্বির। বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমানউল্লাহ আকাশ এবং বিদাদী পক্ষে অ্যাডভোকেট আব্দুস সালাম।