দিনমজুর ইসরাফিলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারে দিনমজুর ইসরাফিল মোল্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

নড়াইলে দিনমজুর ইসরাফিল মোল্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলার চাঁচুড়ি এলাকাবাসী ও নিহত ইসরাফিল মোল্যার স্বজনরা আজ বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) সকালে চাঁচুড়ি বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। 

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিতে নিহত ইসরাফিল মোল্যার নিজ গ্রাম কৃষ্ণপুর, চাঁচুড়িসহ আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ ও তাঁর স্বজনরা চাঁচুড়ি বাজারে সমবেত হয়। পরে সবার অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা স্লোগানে স্লোগানে খুনিদের  ফাঁসির দাবি জানায়। মিছিলটি চাঁচুড়ি বাজার ঘুরে চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সবাই সেখানে সড়কে হাতেহাত ধরে শামিল হন মানববন্ধনে। সর্বস্তরের গ্রামবাসীর অংশ গ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা, নিরীহ ইসরাফিল মোল্যার খুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান। 

এলাকার দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ একটি মাছের ঘেরে শ্রমিকের কাজ করতে গেলে প্রতিপক্ষের রোষানলে পড়ে গত ৪ ফেব্রুয়ারি নৃসংশ হত্যাকাণ্ডের শিকার হন ইসরাফিল মোল্যা। এ হত্যাকাণ্ডের পর নিহত ইসরাফিল মোল্যার স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ২১ জনের নামে কালিয়া থানায় হত্যা মামলা করেন। এদের মধ্যে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে, ছয়জন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন, অন্যরা পলাতক রেয়েছেন।