আজ থেকে নতুন শিডিউলে চলছে মেট্রোরেল

Looks like you've blocked notifications!
মেট্রোরেল। ফাইল ছবি

পিক আওয়ারে নতুন শিডিউলে চলেছে মেট্রোরেল। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময়ের ব্যবধান ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এ নতুন শিডিউল কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

এম এন ছিদ্দিক জানান, রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ার নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আর মতিঝিল থেকে পিক আওয়ার ধরা হয়েছে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। এ সময় মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ব্যবধান আট মিনিট করা হয়েছে।

এদিকে উত্তরা উত্তর থেকে বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৫২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় আগের মতোই ১২ মিনিট পরপর মেট্রোরেল চলবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, উত্তরা উত্তর থেকে বিকেল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে ‘পিক আওয়ার’ ধরা হয়েছে।

এম এন সিদ্দিক আরও বলেন, ‘মেট্রোরেলে নতুন ২৬টি ট্রেন যুক্ত হয়েছে। ফলে আজ শনিবার থেকে বিরতি কমিয়ে চালানো শুরু করা সম্ভব হয়েছে। সামনে আরও ট্রেন এলে তখন যাত্রীদের বেশি সুবিধা দেওয়া যাবে।’