রাজশাহীতে দুই শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসে হয়নি

Looks like you've blocked notifications!

রাজশাহীতে দুই শিশুর মৃত্যু নিপাহ ভাইরাসে হয়নি। মৃত শিশুদের নমুনা পরীক্ষায় নিপাহ ভাইরাসের অস্তিত্ব মেলেনি। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ।

হাসপাতালের পরিচালক জানান, দুই শিশুর মৃত্যু কোন ভাইরাসের কারণে হয়েছে, তা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করবে আইইডিসিআর। এর পরই এই ভাইরাস সম্পর্কে জানা যাবে।

মারা যাওয়া  শিশু মুনতাহা মারিশার বয়স প্রায় দুই বছর। আর তার বোন মুফতাউল মাশিয়ার বয়স পাঁচ বছর।

স্বজনরা জানায়, গত ১৩ ফেব্রুয়ারি সকালে রাজশাহী ক্যাডেট কলেজের কোয়ার্টারে কুঁড়িয়ে পাওয়া বরই খেয়েছিল তারা। পরের দিন ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মারিশার প্রথমে জ্বর আসে, দুপুর গড়ালে শুরু হয় বমি। রাজশাহীতে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। এরপর শুক্রবার সকালে মাশিয়ারও প্রথমে জ্বর আসে, তারপর শুরু হয় বমি। রাতে পুরো শরীরে ছোপ ছোপ কালো দাগ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দ্রুত আইসিইউতে নেন চিকিৎসকরা। গতকাল শনিবার বিকেলে সেও মারা যায়।

দুই শিশুর বাবা ক্যাডেট কলেজের শিক্ষক মনজুর রহমানের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে। তাঁর স্ত্রী পলি খাতুন একজন গৃহিণী।