ময়মনসিংহে মেয়রের বিরুদ্ধে পোস্টার ছাপানোর অভিযোগে যুবক আটক

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের কোতয়ালি থানা। এনটিভির ফাইল ছবি

ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়রপ্রার্থী ইকরামুল হক টিটুর বিরুদ্ধে গোপনে বিদ্রুপাত্মক পোস্টার ছাপানোর অভিযোগে শামীম আশরাফ নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শামীমকে তার মুদ্রণ প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ। ময়মনসিংহ শহরে গ্রাফিটি নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠান রয়েছে শামীমের।

ময়মনসিংহ সিটির প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন গতকাল রাতে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়র নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই একটি মহল ময়মনসিংহ সিটির মেয়র ও তার মেয়াদে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে দেওয়ালে বিদ্রুপাত্মক ও নেতিবাচক পোস্টার লাগানোর কাজে জড়িত রয়েছে।’

আসিফ হোসেন ডন বলেন, ‘এর আগেও সিটির উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারাণামূলক পোস্টারের ওপর নেতিবাচক পোস্টার লাগানোর সময় হাতেনাতে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়। এরপর থেকেই মেয়রের বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার কোথায় ছাপানো ও ডিজাইন করা হয় তার খোঁজ করতে মাঠে নামে সিটি করপোরেশনের কর্মীরা। গঠনমূলক প্রচারণায় কোনো আপত্তি নেই। তবে নির্বাচনকে সামনে রেখে শুধু মেয়র নন, যেকোনো জনপ্রতিনিধির বিরুদ্ধেই এ ধরনের নেতিবাচক প্রচারণাকে মানা যায় না।’

কোতয়ালি থানার ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন আজ সোমবার এনটিভি অনলাইনকে বলেন, ‘অপপ্রচারমূলক পোস্টার ছাপানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে।’

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।