সাংবাদিক নির্যাতনের অভিযোগে আ.লীগনেতা কারাগারে

Looks like you've blocked notifications!
জালকাঠিতে আওয়ামী লীগনেতা ও ঠিকাদার মনির হোসেন মাথা কাপড় দিয়ে ঢেকে পুলিশের গাড়িতে উঠছেন। ছবি : এনটিভি

ঝালকাঠিতে ভোরের কাগজের জেলা প্রতিনিধি আব্দুল মন্নান তাওহিদকে নির্যাতনের অভিযোগে ঠিকাদার মনির হোসেনকে (৪৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি শহরের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান তাঁকে জেল হাজতে পাঠান।

মামলার বিবরণে জানা যায়, শহরের বিআইপি সড়কে গত ১২ ফেব্রুয়ারি সাংবাদিক আব্দুল মন্নান তাওহিদকে লোহার পাইপ দিয়ে মারধর করেন। এর আগে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল অফিস থেকে তাঁকে ডেকে এনে পাশের একটি দোকানে আটকে রাখেন এই আওয়ামী লীগনেতা। এ সময় তাঁর কয়েক সহযোগী আব্দুল মন্নান তাওহিদের কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন। আব্দুল মন্নান তাওহিদও একজন ঠিকাদার।

এ ঘটনায় আব্দুল মন্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে ঝালকাঠি থানায় মামলা করেন। আজ সকালে সেই মামলায় মনির হোসেনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে মনির হোসেনের পক্ষে জামিন আবেদন এবং বাদী পক্ষ জামিন বাতিলের আবেদন করা হয়। পরে বিচারক মনিরুজ্জামান আগামীকাল মঙ্গলবার শুনানি ধার্য করে মনিরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ সময় মনির মাথা কাপড় দিয়ে ঢেকে আদালত থেকে পুলিশের গাড়িতে ওঠেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।