সীমান্ত হত্যার প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল 

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে প্রতীকী লাশের মিছিল কর্মসূচি। ছবি : এনটিভি

সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে প্রতীকী লাশের মিছিল কর্মসূচি পালন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই প্রতীকী লাশের মিছিল করা হয়।

বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির নেতৃত্বে আখাউড়া উপজেলা চত্বর থেকে এই প্রতীকী লাশের মিছিল শুরু হয়। পরে আখাউয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতীকী লাশ কাঁধে নিয়ে মিছিল করেন তারা।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণশক্তি পার্টির সদস্য মো. নুরুল আজিম, সৌরভ হোসেন বেলালসহ অনেকেই।

এর আগে হানিফ বাংলাদেশির ‘লাশের মিছিল’ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা অতিক্রম করেছে। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে এ কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্ত আছে এমন সব জেলা ও উপজেলা প্রদক্ষিণ করে প্রতিবাদ জানাবে গণশক্তি পার্টি। কর্মসূচিটি যশোরের বেনাপোল গিয়ে শেষ হবে।

প্রতীকী লাশের মিছিল সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত ও মিয়ানমার সব সময় বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যার পাশাপাশি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও গুলি হত্যা করছে বিএসএফ। এদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি।