সাংবাদিক গ্রেপ্তার করতে প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে : চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ সার্কিট হাউসে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি : এনটিভি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের গ্রেপ্তার করতে প্রেস কাউন্সিল অনুমতি লাগবে—এটা আমি মনে করি।’

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় এ কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রেস কাউন্সিলে পাঠাতে হবে। কাউন্সিল যদি মনে করে মামলা যথাযথ হয়েছে, তাহলে মামলা চলবে। না হলে মামলা বাতিল করে দিবে প্রেস কাউন্সিল।’

বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, ‘সাংবাদিকদের জন্য পে স্কেল থাকতে হবে। নিয়োগপত্রে কমিশন বাবদ শতকরা ৩০% বিজ্ঞাপনের হার উল্লেখ থাকলে সে তো আর সাংবাদিক হয় না, সে হয় বিজ্ঞাপন কালেক্টর। এজন্য পে স্কেল বাস্তবায়ন করতে হবে।’

 প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা হলে পূর্ব অনুমতি নিতে হবে—এটা সংবিধানে লেখা নেই। সাংবাদিকদের গ্রেপ্তারেও প্রেস কাউন্সিলের অনুমতি লাগবে।’   

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির, জেলা তথ্য কর্মকর্তা শেখ মোহাম্মদ শহীদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনার ও মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।