আরও তিন মামলায় জামিন পেলেন শামসুজ্জামান দুদু

Looks like you've blocked notifications!
শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

রাজধানীর পল্টন থানার পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন। 

গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত পাঁচ মামলায় তার জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে নয়টি মামলায় জামিন পেয়েছেন তিনি। প্রধান বিচারপতির বাসভবনে হামলায় মামলায় এখনো তিনি জামিন পাননি।

মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য রয়েছে। সেক্ষেত্রে কারামুক্ত হতে পারছেন না। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তিন মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।